ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সৌদি আরবে বন্ধ করে দেওয়া হলো নারী শরীরচর্চা কেন্দ্র 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:৪২, ২২ এপ্রিল ২০১৮

আঁটসাঁট পোশাক পরা এক নারীর শরীরচর্চার ভিডিও প্রচারের কারণে শুক্রবার রিয়াদের একটি নারী শরীরচর্চা কেন্দ্র বন্ধ করে দিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।

ওই কেন্দ্রের ছাড়পত্র বাতিলের নির্দেশ দিয়ে সৌদি আরবের ক্রীড়া বিভাগের প্রধান তুর্কি আল-শেখ টুইটারে লিখেন, ‘আমরা এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করব না।’

এই ভিডিওটির সঙ্গে কারা জড়িত তদন্ত করে তা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা তুর্কি।

ভিডিওটিতে একজন নারীকে চুল খোলা অবস্থায় পাঞ্চিং ব্যাগে লাথি মারতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। (সূত্রঃ এএফপি)

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি